Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

দিনাজপুর জেলা-রেজিস্ট্রার অফিসটি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন পরিদপ্তরের আওতাধীন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জেলা রেজিস্ট্রী অফিসের অধীনস্থ সাব রেজিস্ট্রী অফিস সমূহে মূলত সমগ্র জেলার  ভূমি হস্তান্তর সংক্রান্ত দলিল রেজিস্ট্রী, রেজিস্ট্রীকৃত দলিলের জাবেদা নকল সরবরাহ, তল্লাশ পরিদর্শন , নিকাহ এবং তালাক রেজিস্ট্রী ইত্যাদি কার্যক্রম পরিচালিত হয়। দিনাজপুর জজ কোর্ট চত্বরে অবস্থিত তিন তলা ভবনে অফিসটি পরিচালিত হইয়া আসিতেছে। অফিসটি ২০০১ সালে নতুন এই ভবনে স্থানান্তর করা হয়। এছাড়াও অত্র অফিসে রেকর্ডপত্র সংরক্ষণের জন্য একটি সুবিশাল রেকর্ড রূম রয়েছে। উক্ত রেকর্ড রূমে অবিভক্ত ভারতের বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, পত্নীতলা সহ বৃহত্তর দিনাজপুর জেলার (পঞ্চগড় জেলা ব্যতীত) রেকর্ডপত্র সংরক্ষিত আছে। এ ভবন ব্যতীত দিনাজপুর পুলিশ কোর্ট এর পার্শ্বে অত্রাফিসের আরো একটি ভবন রয়েছে।  সেখানে ১৯৫০ সালের পূর্বের পুরাতন রেকর্ডসমূহ সংরক্ষণ করা হইতেছে।